Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি
উপজেলার অবস্থানঃ চিতলমারী উপজেলা ২২°৩৩' হতে ২২°৪১' উত্তর অক্ষাংশের ভিতরে  এবং  ৮৯°৪৬' হতে  ৮৯°৫৭' পুর্ব দ্রাঘিমাংশের ভিতরে অবস্থিত। চিতলমারী উপজেলারউত্তরে মধুমতি নদী, দক্ষিনে কচুয়া ও বাগেরহাট সদর উপজেলা,পুর্বে পিরোজপুরজেলার নাজিরপুর উপজেলা,পশ্চিমে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা।চিতলমারীউপজেলার আয়তন ১৯২ বর্গ কিলোমিটার(৭৪'১৬ বর্গ মেইল)।
সাতটি ইউনিয়ন নিয়ে চিতলমারী উপজেলা। এ উপজেলার ইউনিয়নগুলো ১. বড়বাড়িয়া ইউনিয়ন, ২. কলাতলা ইউনিয়ন, ৩. হিজলা, ৪. শিবপুর ইউনিয়ন, ৫. চিতলমারী সদর ৬. চরবানিয়ারী, ৭. সন্তোষপুর। এ উপজেলার উত্তরে মধুমতি নদী, পূর্বে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা, দক্ষিণে কচুয়া ও বাগেরহাট সদর উপজেলা এবং পশ্চিমে মোল্লাহাট  উপজেলা।

 

প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা।