Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনার জিজ্ঞাসা

১।  আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায়?

* উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পাওয়া যায়।

২। আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী?

* একনালা/দুইনালা বন্দুক/রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসক কর্তৃক লাইসেন্স প্রদান করা হয় ।

* পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান  প্রদান করা হয় ।

৩। বয়স ?

* আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ৩০ বছর (প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত)

৪। কি কি কাগজপত্র আবশ্যক ?

* পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত ০৩ কপি, ব্যাংক সলভেন্সী, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, ১৫০/-টাকা মূল্যের স্ট্যাম্পে হলফ নামা দাখিল করতে হবে।

৫। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত?

* একনালা/দুইনালা বন্দুক ও শর্টগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১৫০০/-টাকা।

* রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ফি-২০০০/-টাকা।

* পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৫০০০/-টাকা।

৬।কখন নবায়ন করতে হয় ?

* সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন।

৭। নবায়ন ফি কত ?

*  একনালা/দুইনালা বন্দুক/রাইফেল/শটগান লাইসেন্সের ক্ষেত্রে ফি-১০০০/-টাকা।

*  পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে ফি-৩০০০/-টাকা।

 

উপজেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটির কার্যক্রম সংক্রান্তঃ

     বিবেচ্য মাস      : আগস্ট/১২

 

০২। উপজেলা টাস্কফোর্স ও অন্যান্য বিভাগ কর্তৃক জানুয়ারী/২০১৪ মাসে পরিচালিত অভিযানের বিবরণঃ

 

    ক. উপজেলা টাস্কফোর্স কর্তৃক অভিযান পরিচালনা সংক্রান্ত বিবরণীঃ

 

ক্রঃ নং

সংস্থার

 নাম

অভিযানের সংখ্যা

আটককৃত পণ্যের বিবরণ ও পরিমান

আটককৃত পণ্যের মূল্য

দায়েরকৃত মামলার সংখ্যা

আসামীর বিবরণ

০১

 

উপজেলা টাস্কফোর্স

০০টি

      --

     --

      --

ধৃত-০০

পলাতক-০০

     সর্বেমাট

০০টি

      --

     --

      --

--

 

০৪। চিতলমারী উপজেলা জানুয়ারি/২০১৪ মাসের চোরাচালান মামলা সংক্রান্ত বিবরণীঃ

 

উপজেলার নাম

সাধারণ ফাইল মামলা সংখ্যা

বিচার ফাইলে মামলা সংখ্যা

মন্তব্য

গত মাসের জের

বর্তমান মাসে আগতা

মোট

সাঃফাঃনিষ্পত্তি

বিঃফঃ বদলী

পেন্ডিং

গত মাসের জের

বর্তমান মাসে আগত

মোট

নিষ্পত্তি

পেন্ডিং

চিতলমারী

--

--

--

--

--

--

--- -- --

--

-- --