Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চিতলমারী উপজেলার পটভূমি

 

চিতলমারী ২২.৭৮০৭১° উত্তর ৮৯.৮৭৩৯০° পূর্ব ভৌগলিক স্থানাঙ্কে অবস্থিত। এখানে মোট ২৪,৩০৬ পরিবার বসবাস করে এবং এলাকার আয়তন ১৯২ বর্গকিলোমিটার। চিতলমারী উপজেলা উত্তরে টুঙ্গিপাড়া উপজেলা, দক্ষিণে বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা, পুর্বে নাজিরপুর উপজেলা এবং পশ্চিমে মোল্লাহাট উপজেলা ও ফকিরহাট উপজেলা দ্বারা বেষ্টিত। প্রধান নদী মধুমতিকালিগঙ্গাচিত্রা এবং বলেশ্বর

 

চিতলমারী উপজেলা মধুমতি নদীর দক্ষিন তীরে অবস্থিত। মোল্লারহাট থানাকে ভেঙ্গে ১৯৮১ সালে চিতলমারী থানা গঠন করা হয়। ১৯৮৩ সালের ৭ নভেম্বর উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কি.মি.। মোট ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একিভুত করা হয়। তৎপরবর্তীতে ৭ টি ইউনিয়ন নিয়ে চিতলমারী উপজেলা নামে একটি স্থান উপজেলা করা হয়।