Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চিতলমারী উপজেলার ১৪২৩ সালের হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি
Details

 

 

 

-ঃ হাট-বাজার সমূহের ইজারা বিজ্ঞপ্তি)ঃ-

 

                 এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,চিতলমারী উপজেলাধীন তফসীল বর্নিত হাট-বাজার সমূহ বাংলা ১৪২৩ সনের ১লা বৈশাখ হতে ৩০  চৈত্র পর্যমত্ম ০১(এক) বছর মেয়াদে ইজারা প্রদানের লক্ষ্যে সীল মোহর যুক্ত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্র ফরম দরপত্র দাখিলের পূর্ব দিন পর্যমত্ম (বন্ধের দিন ব্যতিত) অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যে (অফেরত যোগ্য) জেলা প্রশাসকের কার্যালয়,বাগেরহাট মহোদয়ের স্থানীয় সরকার শাখা, উপজেলা ভূমি অফিস,চিতলমারী , সোনালী ব্যাংক,চিতলমারী শাখা ও নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত তারিখ বেলা ১.০০ টা পর্যমত্ম  জেলা প্রশাসক,  বাগেরহাট মহোদয়ের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় ও নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে রক্ষিত দরপত্র বাকো্র দরপত্র গ্রহণ করা হবে এবং ঐ দিন বেলা ৩.০০ টায় উপস্থিত দরপত্র দাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন ) নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দরপত্র বাক্স খোলা হবে। প্রথম দরপত্রে কোন হাট-বাজার সমূহের দরপত্র অনুমোদিত হলে দ্বিতীয় বার ঐ হাট-বাজারের নাম বাদ দেয়া হবে এবং দ্বিতীয় বার দরপত্রে অবশিষ্ট হাট-বাজার সমূহ ইজারা যোগ্য মর্মে গণ্য হবে। দ্বিতীয়বার দরপত্রে হাট-বাজার অনুমোদিত হলে তৃতীয় দরপত্রে অবশিষ্ট হাট-বাজার ইজারাযোগ্য মর্মে গণ্য হবে। ইজারা সংক্রামত্ম বিসত্মারিত তথ্যাদি( শর্তাবলী)অফিস চলাকালীন নিম্ন স্বাক্ষরকারীর ও সংশিস্নষ্ট কার্যালয় হতে জানা যাবে।

 

   

 

 

 

 

 

 

 

 

 

Publish Date
16/07/2019
Archieve Date
31/07/2019