চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-১৪ উদ্যাপিত হয়েছে। মৎস্য সম্পদের উন্নয়ন সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতি বছরের মত সারা দেশের ন্যায় চিতলমারীতে গতকাল বুধবার (০২ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘অন্ন বস্ত্র, বাসস্থান, মাছ চাষে সমাধান’’। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারম্নল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, অধ্যক্ষ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোহসীন আলী রেজা, ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, সাংবাদিক একরামুল হক মুন্সী, এনজিও প্রতিনিধি কে.এইচ. বাবুল, মৎস্য চাষী শহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, পলাশ কুমার সেন। সভাপতি ও প্রধান অতিথি উপজেলা পরিষদ মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস